উখিয়ায় আরসার টর্চার সেলের সন্ধান, আটক ২

প্রকাশিত: ২৭-১০-২০২৩ ১৬:২১

আপডেট: ২৭-১০-২০২৩ ১৬:২১

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গোপন আস্তানার সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যেখানে ‘টর্চার সেল’ গড়ে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায় ছাড়াও হত্যার পর মরদেহ গুম করে আসছিলেন রোহিঙ্গা সন্ত্রাসীরা।

আর সেই গহীন পাহাড়ের আস্তানা থেকে আরসার আরসা’র শীর্ষ কমান্ডার, আরসা'র ওলামা বডি ও টর্চার সেলের প্রধান মোঃ ওসমান প্রকাশ সালমান মুরব্বীসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

এ সময় উদ্ধার করা হয়েছে ১টি নাইন এমএম বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি, ৪টি একনলা ওয়ান শুটার গান, ২টি এলজি, ৫ রাউন্ড ১২ বোর কার্তুজ এবং বিপুল পরিমাণ টর্চার সেলের সরঞ্জামাদি। 

বৃহস্পতিবার (২৬শে অক্টোবর ) রাতে উখিয়ার গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা।  

অভিযানের সার্বিক বিষয়ে শুক্রবার  দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি জানান, উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকায় আরসার সন্ত্রাসীরা গোপন আস্তানা তৈরি করে ‘টর্চার সেল’ গড়ে ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে সেখানে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়।

অভিযানে আটক করা হয় আরসা শীর্ষ কমান্ডার, আরসা'র ওলামা বডি ও টর্চার সেলের প্রধান মো. ওসমান প্রকাশ সালমান মুরব্বী (৫০) ও টর্চার সেলের সদস্য মো. ইউনুস (২৪)।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, আরসার গোপন আস্তানার তথ্য নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে প্রথমে আরসার ওসমান ওরফে সাদমানকে গ্রেফতার করা হয়। এরপর তার প্রধান সহযোগী ইউনুস (২৪) কে গ্রেফতার করা হয়।

Rehana/sat