নিজস্ব প্রতিবেদক: ২৮শে অক্টোবর বিএনপির অফিসে সংবাদ সম্মেলনকারী জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয় দেয়া সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাষ্ট্রদ্রোহিতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন মো. মহিউদ্দিন সিকদার নামের এক ব্যক্তি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
এ মামলার আসামি মোট তিনজন।
মামলায় আসামি করা হয়েছে জো বাইডেনের কথিত উপদেষ্টা পরিচয় দেয়া মিয়া জাহিদুল ইসলাম আরাফী ওরফে মিয়া আরাফী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী এবং বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকে।
শনিবার সন্ধ্যায় আরাফী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
Prottay/sat