বিনোদন ডেস্ক: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরিফুর জামান আরিফের পরিচালিত সিনেমা ‘যন্ত্রণা’। আজ শুক্রবার (১০ নভেম্বর) সারাদেশে মুক্তি পায় ছবিটি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘যন্ত্রণা’ টিম সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহে ২৪টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।
ছবির পরিচালক আরিফ জানান, “প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।” এছাড়া এই ছবির মাধ্যমে সায়মা স্মৃতির সঙ্গে পরিচালক আরিফুর জামান আরিফেরও অভিষেক হচ্ছে। ফলে তাদের দুজনের জন্য এটি বিশেষ ছবি।
অভিনয় করেছেন আদর আজাদ, মানসী প্রকৃতি ও সায়মা স্মৃতি; তরুণ প্রজন্মের তিন প্রতিনিধি। এর মধ্যে দুজন ইতোপূর্বে আলাদাভাবে পর্দায় হাজির হয়েছেন, অন্যজন একেবারে নবাগত। তাদের প্রথম সমন্বিত ছবি ‘যন্ত্রণা’।
উল্লেখ্য গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’র প্রতি সম্মান দেখিয়ে মুক্তি পিছিয়ে দেন সংশ্লিষ্টরা।
afroza/sat