মাগুরা সংবাদাদাতা: মাগুরায় বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন এক কৃষক। বাড়ির পাশে মেহেগনি বাগানে ১ হাজার ১শ’টি বস্তায় বারি-২ জাতের আদা চাষ করেন তিনি। আগামী এক মাসের মধ্যে আদা গাছে ফলন আসবে। তা বিক্রি করে প্রায় ৬ লাখ টাকা আয় হবে বলে আশাবাদী এই কৃষক। জেলার কৃষকদের বস্তা পদ্ধতিতে আদা চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন মাগুরা সদর উপজেলার নলদা গ্রামের কৃষক সঞ্জিত বিশ্বাস। বাড়ির পাশে ১০ শতাংশ জমিতে একটি মেহেগনি বাগানে ১ হাজার ১শ’ বস্তায় বারি-২ জাতের আদা চাষ করেন। আগামী এক মাসের মধ্যে এতে ফলন আসবে এবং বস্তা প্রতি দুই থেকে আড়াই কেজি আদা উৎপাদন হবে বলে আশা তার।
সঞ্জিত বিশ্বাস জানান, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র থেকে আদার বীজ সংগ্রহ করে বস্তা প্রতি ২০ গ্রাম বীজ রোপন করেন। এতে তার খরচ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। যার বিপরীতে ৫ থেকে ৬ লাখ টাকার আদা বিক্রি হতে পারে।
অপেক্ষাকৃত ছায়াময় জায়গায় বাগানের পতিত জমিতে বস্তায় আদা চাষ করা হয়। এতে উৎপাদন ও লাভ বেশি হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন এই পদ্ধতিতে আদা চাষে।
বস্তা পদ্ধতিতে আদা চাষে পরামর্শ প্রদানের পাশাপাশি সার্বিক সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তা।
অন্যান্য কৃষকদের এভাবে আদা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি।
Kaniz/Bodiar