মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’ সিনেমার পোস্টার প্রকাশ

প্রকাশিত: ১৫-১১-২০২৩ ১২:৫০

আপডেট: ১৫-১১-২০২৩ ১২:৫০

বিনোদন ডেস্ক: প্রকাশিত হলো অভিনেতা মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’ সিনেমার পোস্টার। আগামী ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেতার প্রতীক্ষিত সিনেমা ‘কাবুলিওয়ালা’। সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।

১৪ই নভেম্বর সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ওই পোস্টারে দেখা যাচ্ছে, কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি।

জানা গেছে, ‘কাবুলিওয়ালা’ সিনেমায় রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্পটি আজও ছোটদের কাছে বেশ আকর্ষণীয়। সিনেমাটি নির্মাণ করেছেন সুমন ঘোষ। সিনেমায় মিনির চরিত্রে অভিনয় করেছে ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। অন্যদিকে, মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

sanjida/sat