জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটে চলতি আমন মৌসুমে মাঠ ভরা ধান থাকলেও হাসি নেই কৃষকের মুখে। ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় এই অঞ্চলের চাষীরা। তাদের অভিযোগ সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে ধান কিনছেন ব্যবসায়ীরা। ফলে ভালো দাম না পেয়ে হতাশা বাড়ছে চাষীদের।
শস্যভান্ডারখ্যাত বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা জয়পুরহাটের মাঠ চলতি আমন মৌসুমে ধানে ধানে ছেয়ে গেছে। এরইমধ্যে শুরু হয়েছে ধান কাটা ও মারাইয়ের কাজ। তবে, মাঠ ভরা সোনালী ধান দেখেও খুশি হতে পারছেন না কৃষক। সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে ধান কিনছেন ব্যবসায়ীরা। ফলে লাভ পচ্ছেন না চাষীরা। সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের বাড়তি মূল্যের কারণে ধান উৎপাদনেও হয়েছে বাড়তি খরচ। ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকদের।
ধানের বাজার মূল্য কম হওয়ায় ব্যবসায়ীরা দোষ চাপালেন মিল-চাতাল আর চালকল মালিকদের ওপর।
কৃষি বিভাগ বলছে কৃষকরা লাভবান না হলে ফসল চাষে আগ্রহ হারাবে।
চলতি মৌসুমে জেলায় ৬৯ হাজার ৬শ’ ৮৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।
Prottay/habib