‘দরদে’র শ্যুটিং শেষ

প্রকাশিত: ১৮-১১-২০২৩ ১৬:২৭

আপডেট: ১৮-১১-২০২৩ ১৬:২৭

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে নির্মিত প্রথম সর্বভারতীয় সিনেমা ‘দরদ’। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) সিনেমাটির শ্যুটিং শেষ হয়। গেল অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ‘দরদ’ সিনেমার টানা শ্যুটিং চলেছে। 

শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ের যৌথ প্রযোজনায় এতে অভিনয়ে থাকছেন দুই দেশের পরিচিত শিল্পীরা। 

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানকে জড়িয়ে ধরে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ‘দরদ’ সিনেমায় শাকিব-সোনালের কেমিস্ট্রি যে দারুণভাবে জমে উঠেছে, তা রোম্যান্টিক মুডের ওই ছবিটি দেখেই অনুমান করা যাচ্ছে। 

এই সিনেমায় শাকিব খানের নায়িকা সোনাল চৌহান যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। ‘দরদ’ সাইকো থ্রিলার রোম্যান্টিক ধাঁচের সিনেমা। আগামী বছর ভালোবাসা দিবসে এটি বাংলাদেশ ও ভারতসহ ২০টির বেশি দেশে একযোগে মুক্তি পাবে।

সিনেমাটির পরিচালক অনন্য মামুন জানান, যেহেতু প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’, তাই বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

 

afroza/habib