হেড কোচ-টিম পরিচালকের ব্যাখ্যা জানতে চায় বিসিবি

প্রকাশিত: ১৮-১১-২০২৩ ২২:০৫

আপডেট: ১৮-১১-২০২৩ ২২:০৫

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ জানতে হেড কোচ এবং টিম ডিরেক্টরের কাছে প্রতিবেদন চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। প্রতিবেদন হাতে পাওয়ার পর বোর্ড সভায় দলের জন্য করণীয় নির্ধারণ করা হবে। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে একথা জানান বিসিবির পরিচালক জালাল ইউনুস। তিনি আরও জানান, এ মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপ ক্রিকেটে বড় স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিলো বাংলাদেশ। তবে, ৯ ম্যাচের ৭টিতে হেরে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে সাকিব আল হাসানের দল। 

এমন বাজে পারফরম্যান্সের কারণ নিয়ে শুরু হয়েছে কাটা-ছেঁড়া। বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানতে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে রিপোর্ট চেয়েছে বিসিবি। শনিবার দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, এই রিপোর্ট পাওয়ার পর সভা ডেকে সিদ্ধান্ত নেবে বোর্ড। 

এদিকে, ইনজুরির কারনে ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে আগামী টেস্ট সিরিজ খেলা হচ্ছেনা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। সদ্য কন্যা সন্তানের বাবা হওয়া সহ-অধিনায়ক লিটন দাসকেও এক মাসের ছুটি দিয়েছে বোর্ড। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২৮শে নভেম্বর। ৬ই ডিসেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপর ৩টি ওয়ানডে ও সমানসংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।

 

Kamal/joy