বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের জন্মদিন আজ

প্রকাশিত: ১৯-১১-২০২৩ ১৩:০০

আপডেট: ১৯-১১-২০২৩ ১৩:০০

বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের জন্মদিন আজ। ১৯৭৫ সালের এই দিনে (১৯শে নভেম্বর) হায়দ্রাবাদে বাঙালি বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা সুবীর সেন ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন উইং কমান্ডার এবং মা সুভ্রা সেন অলঙ্কার ডিজাইনার। 

জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া-এর মুকুট জয় করেন এবং পরে মিস ইউনিভার্স (১৯৯৪)-এর মুকুট জয় করেন। তিনি প্রথম ভারতীয় বাঙালি মিস ইউনিভার্সের মুকুট অর্জন করেন।

মিস ইউনিভাস জেতার পর ১৯৯৬ দস্তক চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয়। পরে রাতচাগান, বিবি নাম্বার ওয়ান এর মত ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেন। 

হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুখ্যাতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন সুস্মিতা সেন।

sanjida/sat