ক্রীড়া ডেস্ক : পুঁজি মাত্র ২৪০ রান হলেও ভারতকে শিরোপাজয়ের লড়াইয়ে টিকিয়ে রেখেছে বোলাররা। জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামি'র বোলিং তোপে ৪৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে অসিরা।
দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ বলে ৭ করে মোহাম্মদ শামির বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ হন ডেভিড ওয়ার্নার। ১৫ বলে ১৫ করে মিচেল মার্শ হন জাসপ্রিত বুমরাহর শিকার। উইকেটরক্ষক নেন ক্যাচ। এরপর মাত্র ৪ রান করে স্টিভেন স্মিথও বুমরাহর বলে এলবিডব্লিউ হলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
এর আগে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের লড়াকু ফিফটির পরও পুরো ৫০ ওভার খেললেও ২৪০ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস।
নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল উপভোগ করতে সকাল থেকেই স্টেডিয়াম অভিমুখে দর্শকদের ঢল নামে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে, স্বপ্নের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা। টস হেরে ব্যাট করতে নেমে, পুরো আসরে ভালো খেলা ভারতের শুরুটা প্রত্যাশানুযায়ী হয়নি। দলের ৩৯ রানে ওপেনার শুভমান গিলকে ফেরান অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। অধিনায়ক রোহিত শর্মাও তাড়াহুড়ো করতে গিয়ে প্রতিপক্ষের বোলারকে উইকেট উপহার দিয়ে আসেন। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দৃঢ়তায় চাপ সামাল দেয়ার চেষ্টা করে ভারত। হাফ সেঞ্চুরি করে ব্যক্তিগত ৫৪ রানে আউট হন কোহলি। একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন লোকেশ রাহুল। গ্যালারী ভর্তি ভারতীয় সমর্থকদের হতাশ করেন ব্যাটসম্যানরা। লোকেশ রাহুল ৬৬ রানে আউট হন। বাকিরাও দলকে ভালো রান এনে দিতে ব্যর্থ হলে ভারত অলআউট হয় ২৪০ রানে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবার ভারত অলআউট হয়।
afroza/sat