ডুবে যাওয়া জাহাজ থেকে কয়লা তোলা শুরু

প্রকাশিত: ১৯-১১-২০২৩ ১৬:৩০

আপডেট: ১৯-১১-২০২৩ ১৬:৩০

মোংলা সংবাদদাতা: মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা তোলা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ।

শুক্রবার সকাল পৌনে ৯টায় পশুর নদীর চরকানা এলাকায় ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামের কার্গো জাহাজটি ৮০০ টন কয়লা নিয়ে ডুবে যায়।

জাহাজের মালিক মো. বশির হোসেন জানান, কার্গো জাহাজটি ডুবে যাওয়ার ২৭ ঘণ্টা পর জাহাজ থেকে কয়লা অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। কয়লা তোলার পর কার্গো উত্তোলনের কাজ করা যাবে।

তিনি আরও জানান, কয়লা অপসারণের কাজে ‘ফারহা’ নামক একটি ট্রাগবোট ও অপসারণ করা কয়লা রাখার জন্য ‘মা বুশরা’ নামের অন্য একটি নৌযান ঘটনাস্থলে আনা হয়েছে।

তিনি ধারণা করছেন- দুই থেকে তিন দিনের মধ্যে কয়লাগুলো তোলার পর ডুবে যাওয়া কার্গো জাহাজটিও উত্তোলন করা সম্ভব হবে।

Rehana/sat