কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল

প্রকাশিত: ১৯-১১-২০২৩ ১৭:০৭

আপডেট: ১৯-১১-২০২৩ ১৭:০৭

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন শেখ মুজিবুর রহমান ইকবাল। জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম কারাগারে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

আজ রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম কারাগারে থাকায় জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জেলে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। 

No description available.

FR/sat