ফাইনালের মাঠে ঢুকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ

প্রকাশিত: ১৯-১১-২০২৩ ১৯:৪৩

আপডেট: ১৯-১১-২০২৩ ১৯:৪৯

ক্রীড়া ডেস্ক : ভারতে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়ে এক দর্শক। তাঁর মুখে ছিল ফিলিস্তিনের পতাকায় তৈরি মাস্ক আর গায়ে ছিল ফিলিস্তিনকে সমর্থন জানানো টি শার্ট। সামনে লেখা, ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’, আর পেছনে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ইনিংসের ১৪তম ওভারে, খেলার মাঝখানেই এই দর্শক মাঠে ঢুকে পড়ে। পরে জানা যায় সেই ব্যক্তি ফিলিস্তিনের এক সমর্থক। 

মাঠে প্রবেশের পর ভিরাট কোহলি পর্যন্ত পৌঁছে যায় সেই ব্যক্তি। কোহলিকে জড়িয়েও ধরেন। এরপর নিরাপত্তা কর্মীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে বিশ্বকাপের মতো বড় মঞ্চ পেয়ে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। 

 

 

 

 

AAA/joy