ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে টানা ১০ ম্যাচ খেলার পর ফাইনালে এসে ভারত অলআউট হলো। এই কৃতিত্ব দেখালো অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
পুরো আসরে ভালো খেলা ভারতের শুরুটা ভালো হয়নি। দলের ৩৯ রানে ওপেনার শুভমান গিলকে ফেরান অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। অধিনায়ক রোহিত শর্মাও ভুল শটে প্রতিপক্ষের বোলারকে উইকেট উপহার দিয়ে আসেন।
এরপর, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দৃঢ়তায় প্রাথমিক চাপ সামাল দেয়ার চেষ্টা করে ভারত। হাফ সেঞ্চুরি করে ব্যক্তিগত ৫৪ রানে কোহলি বিদায় নিলে আরেক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন লোকেশ রাহুল। কিন্তু শেষ পর্যন্ত গ্যালারি ভর্তি ভারতীয় সমর্থকদের হতাশ করেন ভারতীয় ব্যাটসম্যানরা।
লোকেশ রাহুল ৬৬ রানে আউট হন। বাকিরাও দলকে ভালো রান এনে দিতে ব্যর্থ হলে ভারত অলআউট হয় ২৪০ রানে।
AAA/joy