নারায়ণগঞ্জ সংবাদদাতা: ওরা বাংলাদেশকে একটা কলোনি বানাতে চায় বরে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
শামীম ওসমান বলেন, শেখ হাসিনা একজন হিমালয় পর্বত। তার কারণে বাংলাদেশ আজ বিশ্বের ৩৫ তম অর্থনীতির দেশ। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগও আজ মিথ্যা প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছে। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন।
শামীম ওসমান বলেন, শেখ হাসিনা ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন। কিন্তু আমেরিকা ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না কেন; প্রশ্ন রাখেন তিনি। বিএনপিও চুপ। কেন? কারণ, ওদের বিদেশি প্রভুরা রাগ করবে, যোগ করেন শামীম ওসমান।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, ইফতেখারুল আলম খোকন, রুহুল আমিন মোল্লাসহ আরো অনেকে।
Nishat/Bodiar