নোয়াখালীতে ৯১৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ২০-১১-২০২৩ ০১:১৩

আপডেট: ২০-১১-২০২৩ ০১:১৪

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৯ হাজার ১’শ ৫০ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৯ই নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।   

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আব্দুস সাত্তারের ছেলে জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিপুর এলাকার নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)। 

পুলিশ জানায়, হরতালের দায়িত্বপালন করছিল বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদের পাশের মাশাল্লাহ মিষ্টি বিতানের সামনে ৩ থেকে ৪ জন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেজনক হলে পুলিশ ধাওয়া করে জয়নাল আবেদিন নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ১’শ ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আলীপুর এলাকায় তার সহযোগী ইসমাইল হোসেন টিপুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Kaniz/Bodiar