মেহেরপুর সংবাদদাতা : ধান ক্ষেতে বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকরা। এই পোকার আক্রমণে মাঠের ধান চিটা হয়ে যাচ্ছে, এতে রোপা আমনের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষীরা। কীটনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার মিলছে না বলে দাবি তাদের। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়ার তারতম্যের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এজন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে তারা।
মেহেরপুরের চৌগাছা গ্রামের কৃষক ইদ্রিস আলী, এ’বছর দেড় বিঘা জমিতে রোপা আমন ধানের আবাদ করেন তিনি। কিন্তু ধানের শীষ আসার সাথে সাথেই শুরু হয় বাদামি ঘাস ফড়িংয়ের আক্রমণ। কীটনাশক প্রয়োগ করার পরেও মেলেনি কোন প্রতিকার। বরং মাঠের বেশিরভাগ ধান চিটা হয়ে যাচ্ছে। এতে লোকসানের আশংকায় আছেন এই কৃষিক।
শুধু ইদ্রিস আলীই নয়, আরও অনেক কৃষকের ক্ষেতেই এমন সমস্যা দেখা দিয়েছে। প্রতিবছর যে জমিতে ২০ থেকে ২৫ মণ ধান উৎপাদন হতো, সেখানে এবার অর্ধেকও ধান পাচ্ছেন না তারা।
আবহাওয়ার তারতম্যের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। এজন্য গাছের গোড়ায় কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। চলতি মৌসুমে মেহেরপুরে ২৬ হাজার ৮শ’ ৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে।
Sumaia/prabir