ডোমিনিকান রিপাবলিকে ঝড় ও বৃষ্টিতে ২১ জনের মৃত্যু

প্রকাশিত: ২০-১১-২০২৩ ১৩:৪৭

আপডেট: ২০-১১-২০২৩ ১৩:৪৭

আন্তর্জাতিক ডেস্ক : ডোমিনিকান রিপাবলিকে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি। 

দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, বৃষ্টির কারণে রাজধানী সান্তো ডোমিংগোসহ অনেক জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। 

শিশুদের নিরাপত্তায় আগামী বুধবার পর্যন্ত সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। দেশটির ৩২টি প্রদেশের অধিকাংশ স্থানেই সতর্কতা জারি করা হয়েছে। 

প্রবল ঝড়ের পর ভারী বৃষ্টির ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা বলে অভিহিত করেছেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

AAJ/prabir