আওয়ামী লীগের মনোনয়ন পেতে শর্ত

প্রকাশিত: ২০-১১-২০২৩ ১৩:৫৫

আপডেট: ২০-১১-২০২৩ ১৫:৩৮

পার্থ রহমান: আসছে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে হলে দলের কোন পর্যায়ের কমিটিতে অন্তত তিনবার দায়িত্ব পালনের ইতিহাস থাকতে হবে। দলীয় মনোনয়ন ফরমে সাংগঠনিক পদে থাকার এই শর্ত জুড়ে দেয়া হয়েছে। এই শর্ত আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ঠেকাবে বলে জানান দলের নীতি নির্ধারকরা। তবে বিশেষ ক্ষেত্রে এই শর্ত শিথিল হওয়ারও ইঙ্গিত দেন তারা। 

বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে দলীয় নীতি-আদর্শের বাইরের অনেকেই আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনায় সমালোচিত হয় দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তেমন ঘটনার পূনরাবৃত্তি রোধে দলীয় মনোনয়ন ফরমে নতুন শর্ত জুড়ে দেয়া হয়েছে। 

এ বছর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আবেদন পত্রে ১৫টি তথ্য জানতে জাওয়া হয়েছে। এর মধ্যে ১০ নম্বর শর্তের ‘খ’ উপধারায় প্রার্থীর যোগ্যতা হিসেবে দলের যে কোনো পর্যায়ে অতীত ও বর্তমান সাংগঠনিক পদবীর বিবরণ দিতে হবে। অনুপ্রবেশকারী রোধে এটি যুযোপোযোগী সিদ্ধান্ত বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, যারা প্রার্থী হবেন তাদের সাংগঠনিক অতীত থাকতে হবে। এর ফলে আওয়ামী লীগের প্রকৃত দলীয় নেতা-কর্মীরাই মূল্যায়ন পাবেন।

শুধু নির্বাচনই নয়, দলীয় যে কোনো কমিটিতে স্থান পাওয়ার ক্ষেত্রেও এসব তথ্য কাজে লাগবে বলে জানান কেন্দ্রীয় নেতারা।

 

MRP/prabir