মনোনয়ন ফরম জমা দিলেন সামশুল হক চৌধুরী

প্রকাশিত: ২০-১১-২০২৩ ১৭:২৬

আপডেট: ২০-১১-২০২৩ ১৯:১২

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সংসদীয় আসন ১২ (পটিয়া) থেকে  আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। 

বিকেলে নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধু এভিনিউইয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয়  কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এলাকার উন্নয়নে শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ বলে করেছেন জানিয়ে সামশুল হক চৌধুরী বলেন, বিপদ আপদে জনগণের পাশে থাকায় এবারও তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

MRP/prabir