বিএনপির নির্বাচন বর্জনের ডাকে সাড়া মেলেনি : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২০-১১-২০২৩ ২২:০৮

আপডেট: ২০-১১-২০২৩ ২২:০৮

নিজস্ব প্রতিবেদক : কেউ নির্বাচন করতে না চাইলে তাকে নিয়ে আসা সরকারের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

তথ্যমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় সরকার। তবে বিএনপি নির্বাচন বর্জনের ডাক দিলেও তাতে সাড়া মেলেনি। তফসিল ঘোষণার পর নির্বাচনী উৎসবে তা ঢাকা পড়েছে। 

অবরোধ-হরতাল কর্মসূচির নামে বিএনপি অগ্নিসন্ত্রাস করছে উলে­খ করে মন্ত্রী বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে আগুন সন্ত্রাসীদের নির্মূল করা হবে। 

Priyonty/joy