মির্জা ফখরুলের জামিনের শুনানি পিছিয়েছে

প্রকাশিত: ২০-১১-২০২৩ ২২:৩৪

আপডেট: ২০-১১-২০২৩ ২২:৩৪

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতির বাসায় হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পিছিয়েছে। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক শুনানির জন্য আগামী ২২শে নভেম্বর দিন ধার্য করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অসুস্থ থাকায় জামিন শুনানি পেছানো হয়। 

এর আগে, গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা এই জামিন আবেদন করেন। 

এর আগে, প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের মামলায় গত ২৯শে অক্টোবর গ্রেপ্তার দেখানো হয় বিএনপি মহাসচিবকে। এদিকে জামিন শুনানি শেষ হওয়ার পরপরই আদালত প্রাঙ্গনে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 

Priyonty/joy