চট্টগ্রামে নাশকতা ঠেকাতে তৎপর পুলিশ

প্রকাশিত: ২০-১১-২০২৩ ২২:৩৮

আপডেট: ২০-১১-২০২৩ ২২:৩৮

সিটিজি প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। বন্দরনগরী ও জেলার গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব ও পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। 

আজ (সোমবার) দুপুরে নগরীর কাজীর দেউড়ি, ওয়াসা ও এনায়েত বাজারসহ বিভিন্ন স্থানের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, যারা অগ্নিসংযোগ করছে তাদের আইনের আওতায় আনা হবে।  

 

Nishat/joy