বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব : কাল লড়বে বাংলাদেশ

প্রকাশিত: ২০-১১-২০২৩ ২২:৫১

আপডেট: ২০-১১-২০২৩ ২২:৫১

ক্রীড়া প্রতিবেদক : ঢাকায় এশিয়া অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও লেবানন। শক্তিমত্তা ও র‌্যাংকিংয়ের বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে লেবানন। তবে ঘরের মাঠে কঠিন লড়াই করার প্রত্যয় নিয়েই মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। 

সবশেষে দেখায় সাফ ফুটবল চ্যাম্পিয়শিপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে জিতেছিলো লেবানন। ঘরের মাঠে সে প্রতিশোধ নিতে চায় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। 

অন্যদিকে, ফিফা র‌্যাংকিয়ে ৭৯ ধাপ এগিয়ে আছে লেবানন। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনবারের দেখায় দুটিতে জয় আছে লেবাননের। একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। 

আগামীকাল বাংলাদেশের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্টের জন্যই মাঠে নামবে লেবানন। বসুন্ধরা কিংস অ্যারেনাতে খেলা শুরু হবে বিকাল ৫ টা ৪৫ মিনিটে। 

Priyonty/joy