মৃত্যুর হুমকিকে ভয় করি না : শামীম ওসমান

প্রকাশিত: ২০-১১-২০২৩ ২২:৫৩

আপডেট: ২০-১১-২০২৩ ২২:৫৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা: ওরা আমাদের মানচিত্রে থাবা দিয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। 

আজ (সোমবার) বিকেলে ফতুল­ার পঞ্চবটী এলাকায় ফতুল­া থানা আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারও করুনায় নয়। শেখ হাসিনা হিমালয়ের মত শক্ত। কোন ভাবেই তিনি মাথা নত করবেন না।

মৃত্যুর হুমকি পাওয়ার অভিযোগ করে তিনি বলেন আমরা ৭৫ এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না। 

পরে সমাবেশ শেষে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শান্তি মিছিল বের করেন। মিছিলটি পঞ্চবটী  থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।

 

Nishat/joy