নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পরে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানও।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধানের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।
PBC/prabir