নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে হত্যা করে কোন কিছু অর্জন করা যায় না। কোন কিছু অর্জন করতে হলে জনগণের সমর্থন ও শক্তি লাগে। এসময় তিনি অগ্নিসন্ত্রাসীদের চেতনা ফিরে আসবে বলেও প্রত্যাশা করেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন পাকিস্থানীরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতো দুর্ভাগ্য স্বাধীন দেশে সেভাবেই অগ্নি সন্ত্রাসীরা মানুষ পুড়িয়ে হত্যা করছে।
তিনি বলেন রাজনীতি মানুষের কল্যানের জন্য মানুষকে কষ্ট দেয়ার জন্য নয়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানসম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তোলার কাজ করছে সরকার। নানা ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
BRS/prabir