অনলাইন ডেস্ক: সম্প্রতি বাংলাদেশে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছে আমেরিকা।
একইসঙ্গে বাংলাদেশে শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমন-পীড়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণলায়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, কোনও ধরনের সহিসংতা ও ভীতি প্রদর্শন ছাড়াই শ্রমিকরা যাতে স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ এবং মালিকপক্ষের কাছে নিজেদের দাবি তুলে ধরতে পারে সেই অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে।
এছাড়াও, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আবারও বলেন, বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় আমেরিকা। বাংলাদেশে যেনও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজিত হয়, সেজন্য সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ অব্যাহত রাখছে ওয়াশিংটন।
AAJ/prabir