ব্যাংক ও সঞ্চয়পত্রের চেয়ে ট্রেজারি বন্ডে বেশি লাভ

প্রকাশিত: ২১-১১-২০২৩ ১৪:০৩

আপডেট: ২১-১১-২০২৩ ১৯:২৮

তানজিলা নিঝুম:  ব্যাংক ও সঞ্চয়পত্রের চেয়ে ট্রেজারি বন্ডে বেশি লাভ দিচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ড দুই বছর থেকে কয়েকটি মেয়াদে কেনা যায়। তবে মেয়দ শেষ হওয়ার আগেই বিক্রি করে মুনাফাসহ টাকা তুলে নেয়ার সুযোগ আছে। সঞ্চয়পত্রে উৎসে কর ১০ শতাংশ আর ট্রেজারি বন্ডে ৫ শতাংশ। বন্ডে বিনিয়োগে অধিক মুনাফার ও ঝুঁকিমুক্ত বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এই বন্ডে বিনিয়োগ বেশি হলে মূল্যস্ফীতি কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 

উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই মানুষের হাতে অতিরিক্ত টাকা কমে গেছে। কমেছে সঞ্চয়ও। আবার যাদের সঞ্চয় করার সুযোগ আছে, তারাও ভালো মুনাফা পাচ্ছেন না। এ কারণে ব্যাংকে টাকা রাখা কমে যাচ্ছে। আর সঞ্চয়পত্রে বিনিয়োগে সীমা রয়েছে এবং নির্দিষ্ট মেয়াদের আগে বিক্রি করলে মুনাফা কম পাওয়া যায়। এসব কারণে সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে সাধারণ মানুষ।

তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, ব্যাংক ও সঞ্চয়পত্রের চেয়ে সরকারি ট্রেজারি বন্ডে বেশি মুনাফা ও বিনিয়োগে সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত তফসিলি ব্যাংক বা পুঁজিবাজার থেকে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ড কেনা যাবে। সাধারণত ট্রেজারি বন্ড ২ বছর, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর ও ২০ বছর মেয়াদি। তবে দীর্ঘ মেয়াদে মুনাফা বেশি। বিনিয়োগের কোন সীমা নেই। ছয়মাস পর পর বিনিয়োগকারীর ব্যাংক একাউন্টে মুনাফা জমা হয়।

বিআইআইসিসি গবেষণা পরিচালক মাহফুজ কবীর বলেন, সঞ্চয়ের জন্য সাধারণ মানুষকে ট্রেজারি বন্ডে বিনিয়োগের পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। তাদের মতে,  এতে সাধারন মানুষ যেমন মুনাফা বেশি পাবেন, আবার মূল্যস্ফীতিও কমে আসবে।

প্রবাসীরা ব্যাংক থেকে বন্ড কিনলে, বিনিয়োগের অর্থ ও মুনাফা ডলারে সহজেই ফেরত নিতে পারবেন।

 

 

Tanzila/prabir