নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন সমস্যা ও সহিংসতা প্রতিরোধে বিচার বিভাগের ভূমিকা প্রসঙ্গে জানতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সাথে বৈঠক করেছে কমনওয়েলথ প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার কমনওয়েলথের প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন দলের সদস্যদের সাথে বৈঠক শেষে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল। তাঁর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতা এবং আইনের প্রয়োগসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনকালে বিচার বিভাগের সার্বিক ভূমিকা প্রসঙ্গে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
EHM/prabir