টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ায় দীর্ঘ ৯ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগি উদ্ধার করতে যায়। এসময় উদ্ধারকারী ট্রেনটিতে সমস্যা দেখা দেয়ায় উদ্ধারকাজ ব্যহত হয়। পরে ম্যানুয়ালি লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেল লাইনে উঠানো হয়। পরে রেলওয়ের শ্রমিকরা ধাক্কা দিয়ে ওই বগিটি প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখান থেকে ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর রংপুর এক্সপ্রেস ট্রেনের অন্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে ভোর পৌনে পাঁচ টার দিকে ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌন ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটিতে মালামাল বহন করা হচ্ছিলো। দুপুর দুইটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Sumaia/joy