টাকার বিনিময়ে বাসে আগুন দেয় যুবদল কর্মীরা

প্রকাশিত: ২১-১১-২০২৩ ১৬:০৮

আপডেট: ২১-১১-২০২৩ ১৬:০৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগে যুবদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, টাকার বিনিময়ে তারা বাসে আগুন দিত। আগুন দেওয়ার পর সেই ভিডিও বিএনপির নেতাদের পাঠােেনা হতো।

গতকাল সোমবার (২০শে নভেম্বর) রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় সংস্থাটি।

গ্রেফতারকৃতরা হলেন- আল মোহাম্মদ চাঁন (২৭), মো. সাগর (২৫), মো. আল আমিন ওরফে রুবেল (২৯) ও মো. খোরশেদ আলম (৩৪)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শীর্ষ নেতাদের নির্দেশে বাসে আগুন দিত গ্রেফতারকৃত আসামিরা। আগুন দেওয়ার জন্য আলাদাভাবে টাকা পেত তারা। সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিত আসামিরা। আগুন দেওয়ার পর ভিডিও ধারণ করে হোয়াটসঅ্যাপে শীর্ষ নেতাদের কাছে পাঠাতেন।

র‌্যাব কর্মকর্তা মঈন বলেন, গত ১৮ই নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে কালশী সড়কে ‘বসুমতি পরিবহনের’ একটি বাসে আগুন দেয় গ্রেফতার ব্যক্তিরা। পদ-পদবি না থাকলেও তারা স্থানীয় যুবদলের সঙ্গে জড়িত।

চাঁনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে জানিয়ে র‌্যাব বলছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

rocky/habib