নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় পল্লী বিদ্যুতের ১১টি বৈদ্যুতিক পিলার ধ্বসে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিকট শব্দে পিলার গুলো ধ্বসে পড়ে। এতে আহত হয়েছে ৫ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি যানবাহন।
স্থানীয়রা জানান, মহাসড়কের উন্নয়ন কাজ চলমান থাকায় বিদ্যুতের পিলারের পাশের মাটি কেটে অন্যত্র সরিয়ে নেয়ায় এ দুর্ঘটনা ঘটে। চলাচলরত যানবাহনের উপর বিদ্যুতের খুঁটি পড়ে আসমানী পরিবহন নামে একটি যাত্রীবাহি বাসের চালক ও হেলপার এবং একটি কাভার্ডভ্যানের চালক সহ ৫ জন আহত হয়। খবর পেয়ে সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
afroza/joy