নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগনের লাশের উপর দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তারা অমানবিক। ধ্বংসাত্মক কাজ পরিহার করে তাদের গণতান্ত্রিক পথে ফিরে আসার আহবান জানান তিনি। সশস্ত্র দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের যে কোন দুর্যোগে সশস্ত্র বাহিনী জনগনের পাশে থেকে আস্থা অর্জন করেছে।
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ। এতে সেনা, নৌ এবং বিমান বাহিনীর উর্দ্বতন কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা আমন্ত্রিত হয়ে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান তিনি বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রী হাত নেড়ে আগত অতিথিদের শুভেচ্ছা জানান। পরে তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও অত্যন্ত প্রশংসার সাথে কাজ করছে।
সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অগ্নি সন্ত্রাসীরা আবার জ্বালাও পোড়াও করে জনগণকে শঙ্কায় ফেলে দিয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী সেনানিবাসে সেনাবাহিনী আয়োজিত খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তার উত্তরাধিকারদের সংবর্ধনা এবং ২০২২ এবং ২৩ সালের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ শান্তিকালিন পদকপ্রাপ্ত সদস্যদের প্রদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
এসময় তিনি বলেন জনগন পাশে না থাকলে সন্ত্রাস করে কোন কিছু অর্জন করা যায় না।
সশস্ত্র বাহিনী দিবসের শুরুতে ঢাকা সেনানিবাস শিখা অর্নিবাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সশস্ত্রবাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা শিখা অর্নিবাণ চত্বরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
rocky/joy