জমি নিয়ে বিরোধের জেরে দগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২১-১১-২০২৩ ১৭:১৯

আপডেট: ২১-১১-২০২৩ ১৭:১৯

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গৃহবধূ বিউটি বেগম মারা গেছেন। সোমবার (২০ শে নভেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আবু সাঈদ নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ওরফে হারেজের সঙ্গে স্থানীয় জমি ব্যবসায়ী জাহের আলীর বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গতকাল দুই পক্ষের মধ্যে সংষর্ষ হয়। এক পর্যায়ে হাবিবুর রহমান ও তার ছেলে মতিন মারধরের শিকার হন। 

সংঘর্ষের সময় বিউটি বেগমের ছেলে বেলায়েত হোসেন জাহের আলীর পক্ষ নেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিকেলে হাবিবুর রহমানের ছেলে জুয়েল তার লোকদের নিয়ে বিউটি বেগমের বাড়িতে হামলা চালায়। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে বিউটি বেগমসহ তিন জন দগ্ধ হয়। স্থানীয়দের সহায়তায় প্রথমে তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি ঘটলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আগুনে বিউটি বেগমের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। এ ঘটনায় নিজতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ৩০ জনকে আসামি করে মামলা করেছে। 

 

Kamal/joy