নিজস্ব প্রতিবেদক : আসছে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিতে শেষ দিনেও নেতাকর্মীদের উপচেপড়া ভিড়। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়মী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর মধ্যে দেখা গেছে নির্বাচনী উৎসব। শেষ দিনে তৃণমূল থেকে আসা মনোনয়ন প্রত্যাশী অনেক নারীকে মনোনয়ন জমা দিতে দেখা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনা ও জমা দেয়ার শেষ দিনে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে নেতাকর্মীদের এই দীর্ঘসারি। সারাদেশ থেকে উৎসবের আমেজে এসেছেন মনোনয়ন প্রত্যাশীরা।
গত ৩ দিনের তুলনায় শেষ দিনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা কিছুটা কমেছে। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রত্যাশা, দলের টিকেট পেলে নির্বাচনে বিজয়ী হতে পারবেন।
এদিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ, বর্তমান যুবলীগ ও আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা। মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তারা।
শেষ দিনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আলোচিত কন্ঠশিল্পী মমতাজসহ মনোনয়ন প্রত্যাশী অনেক নারী প্রার্থী।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আগামী ২৪শে নভেম্বর প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।
Prottay/joy