নিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করতে সরকারের লোকেরা নিজেরা অগ্নিসন্ত্রাস করে বিরোধীদলের ওপর দায় চাপানোর অপকৌশল বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, যদিও সরকারের মিথ্যাচারের মুখোশ প্রতিদিন উন্মোচিত হচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন অনিবার্য সফলতার দিকে পৌঁছায় সরকার ভীত হয়ে পড়েছে।
ক্ষমতা আঁকড়ে রাখতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এজন্য মামলা হামলা গণগ্রেফতার অব্যাহত রাখতে চায় সরকার। বিরোধীদলের আন্দোলন দমাতে এমন দমন পীড়নের নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী।
তিনি আরও বলেন, সরকার দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতারের ফ্রি লাইসেন্স দিয়েছে। সরকার বিরোধী শূন্য মাঠ তৈরি করতে চায়। তাই সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা বনে-জঙ্গলে রাত কাটাচ্ছে।
বুধবার সকাল থেকে শুরু হতে যাওয়া ৪৮ঘন্টার অবরোধ কর্মসূচি সফল করতে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
Priyonty/joy