নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের শেষ সময় ২১ নভেম্বর থেকে বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিত এই সময় বাড়ানো হয়েছে।
এখন পর্যন্ত ১২টি দেশের ৩০ থেকে ৩২জন ব্যাক্তি ও সাংবাদিক এবং চারটি সংস্থা ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে সংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকটোরাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের চার জন, আইআরআই’র পাঁচজন এবং ইইউ থেকে চার জন নির্বাচন পর্যবেক্ষণে আসবে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়বে বলেও জানান তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্বানের সময় বাড়ানোর বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
Prottay/joy