অধ্যক্ষ কাওছার আহমেদকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২১-১১-২০২৩ ১৯:৩৫

আপডেট: ২১-১১-২০২৩ ১৯:৩৫

পাবনা সংবাদদাতা: বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে কর্মস্থল থেকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২১শে নভেম্বর) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার নেতারা। শেখ কাওছার আহমেদ ঢাকার যাত্রাবাড়ি সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব নওশের আলী মন্টু, সহ-সভাপতি আলহাজ্ব আফজাল হোসেন, সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, সেন্টাল গার্লস স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, ইমাম গাজ্জালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আক্তারুজ্জামান জজসহ আরো অনেকে। 

 

sayma/joy