নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে যাওয়া নিয়ে এরশাদের জাতীয় পার্টির নেতারা সমঝোতায় পৌছাচ্ছে। এমন ইঙ্গিত দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। তারা বলেন, ভোটের পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে মঙ্গলবারও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীরা ফরম কেনেন এবং জমা দেন।
তবে এরমধ্যেও জাতীয় পার্টিতে আছে নানা নাটকীয়তা। পার্টির মহাসচিব সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশ আর আস্থা ফিরতে শুরু করেছে বলেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে জাতীয় পার্টি। তবে প্রধানপৃষ্ঠপোষক রওশন এরশাদ ছাড়া তার পক্ষের কারো নির্বাচনে অংশ নেয়ার বিষয় নিয়ে ভাবছেনা তারা। আর প্রধান পৃষ্ঠপোষকের রাজনৈতিক সচিব বলেন, শীর্ষ দুই নেতার সমঝোতা হচ্ছে। নির্বাচনে অংশ নেবেন বহিস্কার হওয়া নেতারাও।
জাতীয় পাটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার ছেলে সাদ এরশাদ এখন রংপুর ৩ আসনের এমপি। এই আসনে মনোনয়ন ফরম তুলেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এনিয়ে বিভক্ত জাতীয় পার্টিতে নতুন করে শুরু হয়েছে দ্বন্দ্ব।
সোমবার থেকে এ পর্যন্ত জাতীয় পার্টির ১১শ ৭৯টি ফরম বিক্রি হয়েছে।
Priyonty/joy