নিজস্ব প্রতিবেদক : গুজব ছড়াতে রটনাকরীদের নিয়মিত অর্থ দেয় বিএনপি-জামায়াত এমন তথ্যই জানালেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বিদেশে বসে গুজব ছড়িয়ে পার পাওয়া যাবে না এমনটা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হবে। একই সঙ্গে তিনি এও জানান, দরকার হলে সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা করতেও দলের নেতাদের বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিবন্ধিত হতে হবে, সেই বাধ্যবাধকতা আরোপ করে আইন আগামী সংসদে তোলা হবে বলেও জানান মন্ত্রী। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্যে গণমাধ্যমগুলোকেও সতর্ক থাকার আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
Priyonty/joy