আগুনে পোড়া বাসের মালিক-শ্রমিকদের বুকফাটা কান্না

প্রকাশিত: ২১-১১-২০২৩ ২১:৪৫

আপডেট: ২১-১১-২০২৩ ২১:৫৩

নিজস্ব প্রতিবেদক : রাজনীতির নামে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছে ভুক্তভোগী ও বিশিষ্টজনেরা। বিএনপি-জামায়াত জোটের এই অপরাজনীতি ও দেশবিরোধী শক্তিকে রুখে দেয়ার আহবান জানান তারা। আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তারা এ আহবান জানান। সভায় আগুনে পুড়ে যাওয়া বাসের মালিক-শ্রমিকরা তাদের যন্ত্রনা ও কষ্টের কথা তুলে ধরেন। বলেন, তারা অপরাজনীতির শিকার। 

জীবনের সব সঞ্চয় দিয়ে একটি বাস কিনে রাস্তায় নামিয়েছিলেন মিরাজ হোসেন। হরতাল অবরোধ ডেকে রাজধানীর যাত্রাবাড়িতে বিএনপি জোটের কর্মীদের দেয়া আগুনে চোখের সামনে সেই বাসটিকে পুড়তে দেখেছেন মিরাজ হোসেন।  

মিরাজের মতই করুণ অভিজ্ঞতা ঢাকার সাইদুর রহমান ও লিটন মিয়ার। হরতাল অবরোধের সময় আগুনে তাদেরও বাস পুড়িয়েছে বিএনপি জোট। সেই কষ্টের বর্ণনা দেন ক্ষতিগ্রস্ত মালিকরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গৌরব ৭১ ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আগুন সন্ত্রাস ও অপশক্তির সহিংসতা প্রতিহত করার আহবান জানান।

আলোচনায় অংশ নেন সাংবাদিক ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারাও। হরতাল অবরোধের নামে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিএনপি জোটের সমালোচনা করেন তারা। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি জোটকে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করার আহবান জানান তারা।

আলোচনাসভায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন সহ অনেকেই। 

Priyonty/joy