চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামে আবারো বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। শীত বাড়ার সাথে সাথে এই সংক্রমণ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন জেলা সিভিল সার্জন। তবে, সংক্রমণ বাড়লেও বন্দরনগরীর অধিকাংশ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি। তাই শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি হাসপাতালগুলোর করোনা ইউনিটে বেডের সংখ্যা বাড়াচ্ছে জেলা প্রশাসন।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চলতি বছরের তেসরা এপ্রিল। এরপর ক্রমাগত তা বাড়লেও কোরবানীর ঈদের পর থেকে ধীরে ধীরে করোনার প্রাদুর্ভাব কমতে থাকে। এমনকি সংক্রমণ উলেখযোগ্য হারে কমে যাওয়ায় বন্ধ করে দেয়া হয় বেসরকারি ফিল্ড হাসপাতাল ও আইসোলেশন সেন্টারগুলো।
তবে আশংকার কথা, বন্দরনগরীতে আবারো বাড়ছে সংক্রমণ। অক্টোবরের শেষ থেকে জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১শ’ ছাড়াচ্ছে। গেলো ১০ দিনেই আক্রান্ত হয়েছে দেড় হাজারের বেশি। শীত বাড়লে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশংকা সিভিল সার্জনের।
এই অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে ও সচেতনতা সৃষ্টিতে নগরী আর আশপাশের উপজেলাগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। দ্বিতীয় দফা প্রাদুর্ভাব মোকাবেলায় সব প্রস্তুতিও নেয়া হয়েছে।
এদিকে, সংক্রমণ বাড়তে থাকলে সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমে কড়াকড়ি আসতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক।
নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে না চললে কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানান তিনি।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন