নিজস্ব প্রতিবেদক: বিজয়ের মাসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও জানানো হয় শ্রদ্ধা। এছাড়াও মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সামনে পয়লা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি করে পথসভা করেছে বীর মুক্তিযোদ্ধারা।
শুরু হলো বিজয়ের মাস, ডিসেম্বর। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় দেশের চূড়ান্ত বিজয়। তাই জাতির সূর্য সন্তান ও মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করতে প্রতি বছরই নানা আনুষ্ঠানিকতা থাকে মাসব্যাপি। করোনা অতিমারির কারণে এবছর সীমিত পরিসরে উদযাপিত হবে বিজয়ের মাসের যাবতীয় অনুষ্ঠান। প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এছাড়া, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।
এদিকে সচিবালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে, বীর মুক্তিযোদ্ধারা পথসভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন। এসময়, পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি জানান তারা। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।
দেশে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে সরকারের প্রতি দাবিও জানান তারা।
নিজস্ব প্রতিবেদক: বিদেশে...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: আগামি মার্চ কিংবা...
বিস্তারিতনিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন