ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে আজ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও জেমকন খুলনা। সাত ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মাশরাফি, সাকিব, মাহমুদউলাহ’র দল খুলনা।
অন্যদিকে বেক্সিমকো ঢাকা ৬ ম্যাচে তিন জয় নিয়ে আছে তৃতীয় স্থানে। মুশফিকুর রহিমের দল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না।
বিকাল সাড়ে ৫টায় আরেক ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চট্টগ্রামের লক্ষ্য অবস্থান ধরে রাখা।
অন্যদিকে, পয়েন্ট তালিকার নিচের দল বরিশালের চাওয়া জয় নিয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখা। কুয়াশার কারণে প্রতিটি ম্যাচই এক ঘন্টা করে এগিয়ে আনা হয়েছে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন