নেত্রকোনা সংবাদদাতা: ময়মনসিংহের তারাকান্দায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাতজনের মধ্যে একই পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনায় জেলার পূর্বধলায় চলছে শোকের মাতম।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নিজাম উদ্দিন, তার স্ত্রী মাসুমা আক্তার, তাদের পাঁচদিনের নবজাতক ছেলে, ছোট ভাই ফারুক, বড় বোন তামান্না আক্তার জুলেখা, বড় ভাইয়ের স্ত্রী জ্যোৎস্না বেগম ও সিএনজি চালক রাকিবুল।
নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহের একটি ক্লিনিকে জন্ম নেয়া নবজাতকসহ পরিবার নিয়ে নিজামউদ্দিন বাড়ি ফিরছিলন। সিদ্ধান্ত ছিল বাড়ি ফিরে উৎসব করে শিশুর আকিকা দেবেন। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। আনন্দের পরিবর্তে বাড়িতে এখন চলছে শোকের মাতম।
পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাস চালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন