ঝালকাঠি সংবাদদাতা: টেনিস খেলে সফলতা পেয়েছেন ঝালকাঠির মেয়ে সুস্মিতা সেন। বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে ভালো করার সুবাদে জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। জয় করেছেন জাতীয় টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়নের মুকুটও। অংশ নিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতাতেও। সুস্মিতার সাফল্য দেখে ঝালকাঠির অনেক মেয়েই টেনিস খেলায় আগ্রহী হয়ে উঠছেন।
ঝালকাঠির মেয়ে সুস্মিতা সেন। স্কুলে পড়াকালীন অবস্থায় টেলিভিশনে টেনিস দেখে খেলাটির প্রতি আগ্রহী হয়ে উঠেন। তখন থেকেই টেনিস খেলা শুরু। এরপর যোগাযোগ করেন স্থানীয় টেনিস কোচের সঙ্গে। সেখানেই অন্যান্য খেলোয়াড়ের সাথে নিয়মিত অনুশীলন করেন সুস্মিতা। এরপর কঠোর অধ্যাবসায় আর পরিশ্রম তাকে এনে দিয়েছে সফলতা। জায়গা করে নিয়েছেন জাতীয় দলেও।
গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় টেনিস টুর্নামেন্ট ও রাজশাহীতে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ জুনিয়র টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সুস্মিতা সেন। শুধু দেশেই নয়, খেলেছেন শ্রীলঙ্কায় জুনিয়র ফেড কাপ, মালয়েশিয়া ফেড কাপ ও নেপালে দক্ষিণ এশিয়ান গেমসে। সুস্মিতার সাফল্য দেখে জেলার অনেক মেয়েই এখন টেনিসে আগ্রহী হয়ে উঠছেন।
সুস্মিতা জানালেন, আরো সফল হতে চান তিনি। আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার মধ্য দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান।
ঝালকাঠি টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবুল জানান, সুস্মিতা সেন জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। টেনিসের জন্য আলাদা একটি মাঠ পেলে, এই জেলা থেকে জাতীয় পযার্য়ের আরো খেলোয়াড় তৈরি করা সম্ভব।
মাঠ পাওয়া গেলে জাতীয় টেনিস ফেডারেশন ঝালকাঠি জেলায় টেনিস কোর্ট করে দেয়ার প্রতিশ্র“তি দিয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর হোসেন বাবুল।
চট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন