নিজস্ব সংবাদদাতা: রাজধানীর কামরাঙ্গীচরে তৃতীয় দিনের মতো বিআইডাব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে ঠোটার মুখ এলাকায় শুরু হয় এই অভিযান।
এদিন সকালে অভিযানের শুরুতেই বুড়িগঙ্গার উত্তর তীরে নদীর স্থায়ী সীমানা পিলারের মধ্যে থাকা একটি তিনতলা ভবন গুড়িয়ে দেয় সংস্হাটি। পরে একটি দোতলা মার্কেটও পুরোপুরি উচ্ছেদ করে মাটির সাথে মিশিয়ে দেয়া হয় শক্তিশালী এক্সাভেটর দিয়ে। ঐ একই দাগে কামরাঙ্গিচরের ঠোটার মুখ পর্যন্ত আরো ১৫ থেকে ২০ টি বহুতল ভবন এখনও রয়ে গেছে।
বিআইডাব্লিউটিএ জানায়, গণপূর্ত বিভাগ থেকে ২০১২ সালে স্থাপিত পিলার গুলো ভুল জায়গায় বসানো হয়েছিলো। যেখানে এ এলাকার প্রায় প্রতিটি সীমান পিলার থেকে জনপদের দিকে ৪০ থেকে ৫০ ফুট নদীতীরের জায়গা রয়ে গেছে। নতুন ভাবে সাতটি প্রতিষ্ঠান নিয়ে কয়েক দফা মাপজোক করে এ উচ্ছেদ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ। এসব স্থাপনা সরিয়ে শিগগিরই স্থায়ী সীমানা পিলার বসাবে সংস্থাটি। গত তিনদিন ধরে চলা অভিযানে এ পর্যন্ত প্রায় আড়াইশ পাকা স্থাপনা উচ্ছেদ করে নদীর প্রায় চার একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ।
তবে ভবন মালিকরা দাবি করছেন, বৈধ কাগজপত্র থাকা স্বত্ত্বেও বিআইডাব্লিউটিএ অভিযান চালাচ্ছে। শিগগিরই আদালতে যাবেন তারা।
নিজস্ব সংবাদদাতা: যাত্রীদের প্রতি...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন