নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন ছাড়া কেউ করোনার টিকা পাবে না বলে জানিয়েছে ভ্যাকসিন সংক্রান্তু জাতীয় পরামর্শ কমিটি। আজ বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান জানান, ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশ আসবে।
এছাড়া সেরাম ইনস্টিটিউট থেকে কেনা তিন কোটি ডোজের প্রথম চালানে ৫০ লাখ আসবে ২৫ জানুয়ারি। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আরো জানান, ২৭ অথবা ২৮ শে জানুয়ারি এসব টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। পরীক্ষামূলক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ মানুষকে টিকা দেয়ার পর পর্যবেক্ষণ শেষে দেশব্যাপী কার্যক্রম শুরু হবে। টিকা পেতে মানুষকে ‘সুরক্ষা’ নামের একটি অ্যাপে নাম নিবন্ধন করতে হবে।
আপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন