নিজস্ব প্রতিবেদক: ইউরোপে শুল্কমুক্ত বাজার সুবিধা ‘জিএসপি প্লাস’ পাওয়ার জন্য বাংলাদেশের শ্রম আইন ও কর্মপরিবেশ এখনও উপযুক্ত নয়। ২০২৪ সালের পরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে ইউরোপে আর শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। সেক্ষেত্রে প্রয়োজন হবে ‘জিএসপি প্লাস’ সুবিধা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি জানিয়েছে, এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের মত অন্তত ১০টি জায়গায় আরো উন্নতি করতে হবে।
বাংলাদেশের রপ্তানি আয়ের পাঁচ ভাগের তিন ভাগ আসে ইউরোপিয় ইউনিয়নের বাজার থেকে। যেখানে স্বল্পোন্নত দেশ হিসেবে জিএসপি সুবিধা থাকার কারণে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করতে পারে বাংলাদেশ।
কিন্তু ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ আর এই সুবিধা পাবে না। তখন শুল্কমুক্ত সুবিধা পেতে হলে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে আইনের স্পষ্টতা দূর করার মত ১০টি বিষয়ে উন্নতির তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
তবে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা অবশ্য এসব ঘাটতির কথা মানতে নারাজ।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত, সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতির উন্নতি করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা...
বিস্তারিতচট্টগ্রাম সংবাদদাতা: কারাগারের ভেতর...
বিস্তারিতআপডেট এবং সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব করুন ।।
0 মন্তব্য
আপনার মতামত প্রকাশ করুন